দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর এস. এম আনোয়ারুজ্জামান এঁর সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক টিএম মনজুরুল আজাদ, শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মারুফ কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ’র আহ্বায়ক হোসাইন মাহমুদ, বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোখলেছুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আতিয়ার রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, প্রাণি বিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুল হোসেন প্রমুখ।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার প্রবাহ নিয়ে একক অভিনয় করেন অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রহমত উল্লাহ, অহনা পাইন, আফরোজা খাতুন, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের পক্ষ থেকে শেখ ফয়সাল, কাইফুর রহমান, সৈকত, আবিরসহ কলারোয়া সরকারি কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বক্তব্য শেষে শহিদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মারুফ কবির।
একইভাবে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল, কলারোয়া মডেল হাইস্কুল, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ শিক্ষা কেন্দ্রে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।