দীপক শেঠ, কলারোযা : কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে- বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) কোর্সে ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) বেলা ১১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ ডা.আব্দুল বারিকের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষে ভর্তির জন্য ১১০ জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন বলে কলেজ সূত্রে জানা গেছে। এবারই প্রথম কাউন্সিলের উদ্যোগে সরকার ও কাউন্সিল স্বীকৃত দেশের ৬৫ টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জহুরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির আহ্বায়ক ও পরিচালনা পর্ষদ সদস্য ডাঃ মোঃ আশিকুর রহমান, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ আলহাজ্ব প্রফেসর আবু নসর,কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনূস আলী, পরিচালনা পর্ষদ ও ভর্তি কমিটির সদস্য ডাঃ মোশাররফ হোসেন, চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃশফিকুর রহমান, প্রভাষক ডাঃ হাবিবুর রহমান সহ কলেজের শিক্ষক ,চিকিৎসক ,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *