দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলাসহ ৩টি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার(১৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে মাসিক আইন শৃঙ্খলাসহ ধারাবাহিকভাবে চোরাচালান রোধ ও সন্ত্রাস- নাশকতা প্রতিরোধের বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা মোমেনা খাতুন, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, মনিরুল ইসলাম,
পুনঃরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, মোয়াজ্জেম হোসেন, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, বিশাখা তপন সাহা, সোহেল রানা, ডালিম হোসেন, প্রধান শিক্ষক আঃ রব, মাদরা বিওপি’র কমান্ডার জহুরুদ্দীন বাবর,সাংবাদিক অধ্যাপক কেএম আনিছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।
সভায় উপজেলা ব্যাপি আইন শৃঙ্খলা সমুন্নত রাখাসহ চোরাচালান রোধ ও নাশকতা প্রতিরোধের উপর গুরুত্ব দেয়া হয়।