স্টাফ রিপোর্টার : কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা মাঝের পাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে আবু হুরাইরার বসত বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে পরিকল্পিত এ অগ্নিকাণ্ডে দুর্বৃত্তরা সবাইকে আগুনে পুড়িয়ে হত্যা করতে চেয়েছিল।

তবে একজন জেগে ওঠায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। অগ্নিকান্ডে এ্যপাসি- ১৬০ সিসির একটি মটর সাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে।

৩১ আগষ্ট রাত ১ টার সময় এই ঘটানাটি ঘটে। আবু হুরায়রার মা আন্না খাতুন প্রতিবেদককে বলেন, বাড়িটিতে আমরা তিন সদসের পরিবার নিয়ে বসবাস করি। পরিবারের সবাই ঘুমাই থাকলেও আমি জাগ্রত ছিলাম।

হঠাৎ মানুষের পায়ের শব্দ শুনে আমি বারান্দায় এসে বাতি জ্বালাই। তখন আমি রশিদ কাটোয়ারের ছেলে তরিকুল ইসলাম (৩২) এর হাতে জ্বলন্ত পাটকাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি।

এ সময় আমি চিৎকার করলে মটর সাইকেলে আগুন ধরিয়ে কয়েকজন পালিয়ে যায়। কিছুক্ষনের মধ্যে মটর সাইকেল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরে আমি চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মটরসাইকেলসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার জিনিস পুড়ে নষ্ট হয়ে গেছে।

ভিকটিম আবু হুরায়রা তরিকুল ইসলাম (৩২) সহ অঙ্গতনামা ৪ জনকে আসামি করে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবীর বলেন, এ বিষয়ে ভিকটিম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *