দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার কাজীরহাটে কথিত পুলিশ সোর্স পরিচয় দানকারী আব্দুস সামাদ (৩৫)কে নারীসহ স্থানীয়রা আটক করে পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে কেরালকাতা ইউনিয়নের কাজীরহাট বাজার সংলগ্ন পার্শ্ববর্তী আটককৃত ব্যক্তির
নিজস্ব কুলবাগানে।

স্থানীয়রা জানায়, ধানঘোরা গ্রামের সহিলউদ্দিনের ছেলে পুলিশের বিশেষ সোর্স পরিচয়দানকারী ও মাদক সহ বিভিন্ন অপকর্মের হোতা আব্দুস সামাদ নিজস্ব কুল বাগানে আটুলিয়া গ্রামের এক যুবতী মেয়ের সাথে ঘনিষ্টভাবে সময় কাটানোর বিষয়টি এলাকাবাসির চোখে পড়লে তাৎক্ষনিকভাবে তাকে
আটক করা হয়।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী জানতে পেরে
ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে একাধিক অপকর্মে অভিযুক্তকে উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা স্থানীয় জনতার হাতে নারী সহ আটককৃত আব্দুস সামাদকে পুলিশ হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে জনতার হাতে আটককৃত নারীকে তার মায়ের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

অপর পুলিশ হেফাজতে থাকা যুবক আব্দুস সামাদ সম্পর্কে স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *