দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের কাদপুর ৮০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম মুকুল (৬০) আর নেই। সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুর ৩টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন( ইন্না… রাজিউন)।
তিনি কাদপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ মোড়ালের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক ভাবে জানা যায়, মরহুম মাস্টার রফিকুল ইসলাম মুকুল ১৯৮৭ সাল থেকে কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাংলা শিক্ষক হিসাবে সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন।
তিনি গত চার বছর ধরে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা জানাযা নামাজ শেষে মরহুমের পারিবারিক
কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা.আব্দুল্লাহ আল মামুন। জানাযা নামাজের অসংখ্য মুসুল্লি অংশগ্রহন করেন।