দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার কৃতি সন্তান বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টুর মাতৃভূমিতে আগমনে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ বিনিময় করা হয়েছে।
শুক্রবার( ১১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় শিশু ল্যাবরেটরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বোয়ালিয়া গ্রামের নিজ বাড়িতে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এসএম আলতাফ হোসেন লাল্টুকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন শিশু ল্যাব: নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল হক, শিক্ষক ও সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শিক্ষক শাহ আলম সহ শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুরুপভাবে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ ব্যক্তিগত ভালবাসায় শুভেচ্ছান্তে কুশল বিনিময় অব্য্যাহত রয়েছে বলে জানা যায়।
সৌজন্য সাক্ষাতকালে উপজেলার কৃতি সন্তান ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ৩ বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, অস্ট্রেলিয়ার সিডনী
আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম আলতাফ হোসেন লাল্টু বলেন, কোভিড-১৯ (করোনা ভাইরাস)’র প্রার্দুভাবে কয়েক বছর নিজ দেশে আসতে না পারায় মানসিকভাবে কষ্টে দিনাতিপাত করেছি।
স্বাস্থ্যবিধি অনুসরন করে স্বপরিবারে বৃহস্পতিবার মাতৃভূমিতে ফিরে কলারোয়ার সকল স্তরের মানুষের উপস্থিতিতে ও কাছে পৌঁছাতে পেরে নিজেকে মুক্ত মনে করছি। আগামীতে চলার পথে এমনি ভাবে কলারোয়ার তথা মাতৃভূমির মানুষের ভালবাসাকে পাথেয় করে দেশ ও দশের জন্য কিছু করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের দোয়া প্রার্থনা করেন।