দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার কৃতি সন্তান ও তরুন প্রজন্মের আইডল প্রকৌশলী নাসিম হায়দার শিমুল (৪২) আর নেই। সবাইকে কাাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন কলারোয়া পাইলট হাইস্কুল এ্যালমনাই এ্যসোসিয়নের অন্যতম কর্মকর্তা ক্রীড়াব্যক্তিত্ব শিমুল।
পারিবারিকভাবে জানা যায়, শুক্রবার(২৪ সেপ্টেম্বর) প্রকৌশলী নাসিম হায়দার শিমুল সাপ্তাহিক ছুটির দিনে মর্নিংওয়ার্ক শেষ করে ঢাকার মিরপুর সি,টি ক্লাব মাঠে ফুটবল খেলায় অংশ নেয়।
খেলা চলাকালিন সময় মাঠে পড়ে গেলে তাৎক্ষনিকভাবে সর্তীর্থরা শিমুলকে
সকাল ৭ টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত
ডাক্তার তাঁকে মৃত্যু বলে ঘোষনা করেন (ইন্না…রাজেউন)।
শিমুল কলারোয়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক প্রয়াত আ: রব’র ছোট পুত্র। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, ২ পুত্র সন্তানসহ বন্ধু-বান্ধব ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সরকারী পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এশার নামাজ শেষে
প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ পরিচালনা করেন জামে
মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারী।
ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহাজাহান আলীর শাহীনের পরিচালনায় জানাযাপূর্ব আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ক্রীড়াব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুর রহিম বাবু, মরহুমের সহোদর রেজাউল হাসান বিপুল।
জানাযা নামাজে বিপুল সংখ্যক মুসুল্লিগণ অংশগ্রহন করেন। পরে মরহুমের গ্রামের বাড়ি জালালাবাদ ইউনিয়নের নারায়নপুরে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।