দীপক শেঠ,কলারোয়া: কলারোয়ার ৮নং কেরালকাতা ও ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যানদ্বয় আবারও আ’লীগ দলীয় মনোনয়ন লাভ করেছেন।
উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স,ম মোরশেদ
আলী ও ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসলামুল আলম আসলাম আওয়ামী লীগের আস্থাভাজন হয়ে আবারও নৌকার মাঝি হয়েছেন।
শুক্রবার (৩ ডিসেম্বর) আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাদের প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে বলে জানা যায়। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত পঞ্চম ধাপের তফশিল মোতাবেক কলারোয়ার ৮ নং কেরালকাতা ইউপি ও ১০ নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচন আগামী ৫ জানুয়ারী-২২’ অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
উল্লেখ্য, কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে এই দু’টি ইউনিয়ন পরিষদ বাদে দ্বিতীয় ধাপের তপশিল অনুযায়ী ১০ টি ইউপি নির্বাচন গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।