ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের নৌকার প্রার্থীসহ তার কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহর থেকে আটক করা হয়।
তিনি কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের হেমায়েত উদ্দীনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, বুধবার সকাল ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মারুফ হোসেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভুট্টোলাল গাইন ও তার নেতাকর্মীর উপর হামলা মামলার ২নং আসামী।