দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার হাস্যোজ্জল যুবক নয়ন ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার(১১ এপ্রিল) জানাযা নামাজ শেষে মুরারীকাটি গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।
দীর্ঘদিন মরনব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে সবার প্রিয়মুখ নয়ন হোসেন রাজু (২২) চিকিৎসারত অবস্থায় রবিবার (১০ এপ্রিল) পবিত্র মাহে রমজানের ৮ম রোজার দিন সন্ধ্যার দিকে ইন্তেকাল করেন (ইন্না.. রাজিউন)।
সোমবার (১১এপ্রিল) সকাল ১০টায় সরকারি পাইলট হাইস্কুল মাঠে নয়নের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, সাতক্ষীরা জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপন, উপজেলা সমিতির সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, মানবিক কলারোয়া ফাউন্ডেশনের সভাপতি কাজী আশরাফুল হোসেন রিপন প্রমুখ।
জানাজায় ইমামতি করেন কলারোয়া উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মতিউর রহমান। জানাযা নামাজে শরিক হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম বাবু, বাপ্পি, প্রভাষক আরিফ মাহমুদ, মাস্টার বাকী বিল্লাহ শাহী, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী,ব্যবসায়ী সহ অসংখ্য মুসুল্লিগণ।
উল্লেখ্য, প্রয়াত নয়ন হোসেন রাজু কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি ৮নং ওয়ার্ডের রুহুল আমিনের পুত্র। গরীব পরিবারের সন্তান হাস্যোজ্জল নয়ন ২২ বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত কয়েক মাস রাজধানী ঢাকার ক্যান্সার হাসপাতাল ও সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতাল থেকে রিলিজ দিয়ে রবিবার কলারোয়ার নিজ বাড়িতে আনার পথে সন্ধ্যা ৬টার দিকে তাঁর জীবন প্রদীপ নিভেে যায়।