দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার কয়লায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।‘ কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক শ্লোগানকে সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি উন্নযন প্রকল্পের আওতায় শনিবার (৮ মে) সকালে কয়লা গ্রামে প্রদর্শনী প্লটের মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। অতিথি হিসাবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুৎফার রহমান, এসএপিও মনিরুল ইসলাম, মাস্টার জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য আব্দুল আহাদসহ প্রান্তিক কৃষকবৃন্দ। মাঠ দিবস শেষে অতিথিবৃন্দ বারিড পাইপ প্রদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।