দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলরোয়ায় চন্দনপুর ইউনিয়নে
অসহায়-দুস্থ মানুষের মাঝে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা
হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য
বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন।
কার্ডধারী সুফলভোগী ক্রেতা সাধারণের মাঝে পণ্য বিক্রয় কার্যক্রমে আরো
উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার হুমায়ুন কবির, থানার এএসআই আবদুল্লাহ আল মামুন, ইউপি সদস্য আবদুল্লাহ, ইউপি সদস্য ফারুক হোসেন আনসারী, ইউপি সদস্য শাহনুর রহমান, ইউপি সদস্য আবু জাফর, ইউপি সদস্য সেলিনা পারভীন, টিসিবির ডিলার আজারুল ইসলামসহ উপকারভোগীগণ।
কার্ডধারী ক্রেতাদের মাঝে প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৬৫ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা মূল্যে সকল পণ্য ২ কেজি করে বিক্রয় করা হয়েছে বলে জানা যায়।