স্টাফ রিপোর্টার : কলারোয়ার ঝাঁপাঘাট পিডিজি সম্মিলিত এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা উন্নয়নের লক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিস্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় ঝাপাঘাট পিডিজি সম্মিলিত এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা উন্নয়নের লক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেনের উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডা. শেখ আবুল বাশারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউরেকা ফিলিং স্টেশনের সত্বাধিকারি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেলাতলা ইউপি সদস্য খাইরুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, অর্থ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান, সদস্য শেখ আব্দুল্লাহ, অত্র এলাকার কৃতি সন্তান এএসআই হাফিজুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন বলেন, ঝাপাঘাট পিডিজি সম্মিলিত এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা উন্নয়নের লক্ষে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
অত্র মাদ্রাসার একাডেমিক ভবন নির্মানে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান সাতক্ষীরার গণমানুষের নেতা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মহদয়ের সাথে পরামর্শ করে দুই লক্ষ টাকা বরাদ্ধের জন্য অনুরোধ জানাবো।
সাতক্ষীরা জেলা পরিষদের পাশাপাশি আমি ব্যক্তিগত উদ্দ্যোগেও মাদ্রসার কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন সমাজ সেবক শেখ আমজাদ হোসেন।