দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার ‘টি.সি.সি. কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক দল তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার (৯ ফেব্রুয়ারী) সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল ফুটবল
মাঠে অনুষ্ঠিত ২য় খেলায় মুখোমুখি হয় তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ও
সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া ক্রিকেট একাডেমি। টসে জয়লাভ করে
তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাঈদ ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন।
নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে তারা।
তুলসীডাঙ্গার পক্ষে শামিম ৫১, ইমন ৪৭, নাজির ২৭, এনাম ২২ রান করেন। বোলিং-এ পারুলিয়ার পক্ষে জুবায়ের ৩৫ রান দিয়ে ৪ ও সাব্বির ১৭ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে পারুলিয়া সবকয়টি উইকেট হারিয়ে ১০৩ রান করতে সক্ষম হয়।
ফলে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ৮২ রানে জয়লাভ করে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। পারুলিয়ার পক্ষে আকাশ ৩৯, অধিনায়ক রাহাতুল ১৩ করেন।
তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের সিফাত ২৩ রানে ৫ ও শামিম ১৭ রানে ২ উইকেট লাভ করেন। ব্যাট হাতে ২৭ বলে ৫১ রান করে এবং বোলিং-এ ১৭ রান দিয়ে ২ উইকেট লাভ করায় তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের শামিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন ও মাস্টার. মিজানুর রহমান। স্কোরার ছিলেন পার্থ মন্ডল।
ধারাবিবরণীতে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। খেলার প্রথমেই উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত ও শুভেচ্ছা বিনিময় কওে খেলাটি উপভোগ করেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, শিক্ষক ও সাংবাদিক দীপক
শেঠ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা আরিফুজ্জামান কাকন, ক্রীড়াব্যক্তিত্বা ফারুক হোসেন স্বপন সহ ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
একই ভ্যেনুতে বৃহস্পতিবার টুর্নামেন্টের ৩য় খেলায় কলারোয়া ক্রিকেট একাডেমি ও বেনাপোল ক্রিকেট একাডেমি পরষ্পর মুখোমুখি হবে বলে জানা যায়।