স্টাফ রিপোর্টার : কলারোয়ার তুলসীডাঙ্গা গোগ দক্ষিণপাড়া জামে মসজিদ উন্নয়নে সাতক্ষীরা জেলা পরিষদের বরাদ্ধের ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধায় গোগ দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গোগ দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। মতবিনিময় সভা শেষে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন গোগ দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে জেলা পরিষদের নগদ অর্থ হস্তান্তর করেন।