নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি হাটেরমোড় জামে মসজিদ ও সোনাবাড়িয়া ঋষিপাড়া কালিমন্দির উন্নয়নে অর্থ সহায়তা দিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন (০৬ ফেব্রুয়ারি) রবিবার দুপুর ১২টায় তার নিজস্ব কার্যালয় থেকে দক্ষিণ ভাদিয়ালি হাটেরমোড় জামে মসজিদ ও সোনাবাড়িয়া ঋষিপাড়া কালিমন্দির উন্নয়নে জেলা পরিষদ কতৃক বরাদ্দকৃত ৫০ হাজার টাকা করে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে এক লাখ টাকার অনুলিপিপত্র হস্তান্তর করেন।
দক্ষিণ ভাদিয়ালি হাটেরমোড় জামে মসজিদের অনুলিপি গ্রহণ করেন ইউপি সদস্য ইকবাল হোসেন এবং সোনাবাড়িয়া ঋষিপাড়া কালিমন্দিরের অনুলিপি গ্রহণ করেন ইউপি সদস্য সাদ্দাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন যুবনেতা রুবেল মল্লিক, শেখ মিঠু প্রমুখ।