1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
December 1, 2021, 6:26 pm
Title :
সাতক্ষীরার কুলিয়ায় বিজয়ী প্রার্থীর সমর্থকদের উপরে নৌকার সমর্থদের হামলা; আহত- ২ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ডালিমের মনোনয়ন বাতিলের দাবিতে সাতক্ষীরায় খাজরা ইউনয়ন বাসির মানববন্ধন সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাইস্কুলে উর্দ্ধমুখী সম্প্রসারণকৃত ৪তলা নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন সাতক্ষীরায় ‘মুজিববর্ষ বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট-২০২১’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ খুলনায় আনসার ও ভিডিপি বাহিনীর উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে পতাকা র‌্যালী খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শহরের খুলনা রোড মোড়ে লেক ভিউ ক্যাফে এন্ড বেকারী’র তৃতীয় আউটলেট উদ্বোধন জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে-মিয়া সেপ্পো জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি রফিকুল ইসলাম (৮৭) আর নেই

কলারোয়ার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহন

  • আপডেট সময় Wednesday, October 27, 2021

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান।

অনুরুপভাবে একই দিন বেলা ৩ টায় কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। উপজেলার ৯টি ইউনিয়নের ৮১ জন সাধারন সদস্য ও ২৬ জন সংরক্ষিত নারী সদস্য শপথ গ্রহন করেন।

শপথ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কৃষি অফিসার কৃষিবিদ রফিককুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা নূর ইসলাম নাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

একই দিন সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছ থেকে শপথ গ্রহন করেন উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে ১নং জয়নগর ইউনিয়নের বিশাখা তপন সাহা, ২নং জালালাবাদ ইউপি’র মাহাফুজুর রহমান নিশান, ৩নং কয়লা ইউপি’র শেখ সোহেল রানা, ৪নং লাঙ্গলঝাড়া ইউপি’র সহকারী আধ্যাপক এমএ কালাম, ৬নং সোনাবাড়িয়া ইউপি’র বেনজির হোসেন হেলাল, ৭নং চন্দনপুর ইউপি’র ডালিম হোসেন, ৯ নং হেলাতলা ইউপি’র মোয়াজ্জেম হোসেন, ১১ নং দেয়াড়া ইউপি’র মাহাবুবর রহমান মফে ও ১২ নং যুগিখালী ইউপি’র রবিউল হাসানকে শপথ বাক্য পাঠ করান বলে জানা যায়।

এ সময় নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আ”লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনসহ জেলা আ’লীগ নেতৃবৃন্দ। প্রসঙ্গত: গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচন কমিশন ঘোষিত ইউপি নির্বাচনে উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ১টি (কেঁড়াগাছি) কেন্দ্রে ভোট স্থগিত থাকায় ওই ইউনিয়নের চেয়ারম্যানসহ সাধারন সদস্য ও নারী সদস্যদের গেজেট প্রকাশিত না হওয়ায় সরকারিভাবে শপথ গ্রহনের অনুমতি লাভ করেননি।

এ দিকে, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের ৪,৫ও ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসনের নির্ধারিত (২০ সেপ্টেম্বর) সময়ের ভোটে প্রতিদ্বন্দী দুই প্রার্থী সম সংখ্যক ভোট পাওয়ায় পুন:রায় অনুষ্ঠিত নির্বাচনে জয়ী নারী প্রার্থী গেজেট প্রাপ্ত না হওয়ায় শপথ গ্রহন করতে পারেননি বলে জানা যায়। শপথ অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নির্বাচিত সকল সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুভ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews