দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার সোনাবড়িয়ায় ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের আয়োজনে রবিবার (২৪ অক্টেবর) বিকাল ৪ টায় সোনাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব সদর সার্কেল) মোঃ ইকবাল হোসেন ।
সভায় থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) হাফিজুর রহমান, ৬ নং সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সু-প্রসাদ চৌধুরী।
থানার এসআই হামিদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সনাতন ধর্মীয় নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউনিয়ন পুলিশিং বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ, ইউপি সদস্য ইকবাল হোসেন, ইউপি সদস্য মাহামুদুর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপিত রাজু আহম্মেদ, আ’লীগ নেতা নয়ন রঞ্জন মজুমদার ও ইমাম আবু বক্কর ছিদ্দিকসহ অন্যান্য ইউপি সদস্য, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে এবং সীমান্তে চোরাচালান, মানব পাচার, বাল্য বিবাহ, নাশকতা রোধে পুলিশ প্রশাসনকে সহযোগীতা করার আহবান জানান।