স্টাফ রিপোর্টার : কলারোয়ার পূর্ব ঝাপাঘাট দক্ষিণপাড়া যুব কমিটির আয়োজনে ২১তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধা থেকে হেলাতলা ইউনিয়নের পূর্ব ঝাপাঘাট দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি সদস্য শেখ খায়রুল ইসলামের সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন ভারতের মুর্শিদাবাদ বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. মো. জাহাঙ্গীর আলম মাহবুবী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হাফেজ মাও. গোলাম মোস্তফা আজাদী (কলারোয়া)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আফতাবুজ্জামান, দমদম মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ জিয়াদ।