স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান সারদীয় দূগা পূজার মহাষ্টামীতে কলারোয়ার বিভিন্ন স্থানে পূজা মন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন।
বুধবার বিকাল থেকে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন উপজেলার জয়নগর মাতৃমন্দির, খোর্দ্দবাটরা সার্বজনীন পূজা মন্দির, শুভাংকর কাটি মাতৃ মন্দির ও গোয়ালঘাটা সার্বজনীন পূজা মন্দির।
সারদীয় দূর্গাপূজা মন্দির পরিদর্শন কালে জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান বিশাখা তপন সাহা, কলারোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধা-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, পৌর হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, পৌর কৃষকলীগের আহবায়ক আবু সাঈদ রেজা, শেখ নাদির হোসেন আলক, সাবেক ছাত্র নেতা মোস্তফা জাহাঙ্গীর হোসেন শিমুল।