দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা কার্ত্তীক চন্দ্র সরকার(৮৩) আর নেই। শনিবার(৫ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে প্রয়াত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ( সম্মান) শেষে ঝাউডাঙ্গা মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা মিলি সহ বীর মুক্তিযোদ্ধাগণ। পারিবারিকভাবে জানা যায়, কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কার্ত্তীক চন্দ্র সরকার দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার(৪ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে তিনি চিকিৎসারত অবস্থায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন পুত্রদের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা, নাতি- নাতনি সহ অসংখ্য রণাঙ্গনের যোদ্ধা ও শুভাকঙ্খী রেখে গেছেন।
প্রয়াতের শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী,
কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীরমুক্তিযোদ্ধা জিয়াদ আলী, বীরমুক্তিযোদ্ধা আয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা জায়েদ আলী সহ মুক্তিকামি অসংখ্য শুভাকাঙ্খী।