দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার কৃতি সন্তান জান্নাতুল লায়লা জ্যোতি বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভূক্ত আইনজীবির স্বীকৃতি লাভ করেছেন।
মেধাবী শিক্ষার্থী জ্যোতি কলারোযার পৌর সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে সর্বপ্রথম জিপিএ-৫  গ্রেডে এসএসসি পরীক্ষায় উত্তীর্ন হয়েছিলেন। তিনি পৌর সদরে বসবাসকারী অদম্য নারী আনোয়ারা বেগমের কন্যা।
আইনজীবী হিসেবে সদ্য তালিকাভুক্ত হওয়া কলারোয়ার গর্ব জ্যোতি জানান, ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত এই ফলাফলে নির্বাচিত হওয়ায় এশিয়ার বৃহত্তর বার ঢাকা বার অ্যাসোসিশনের বিজ্ঞ আইনজীবী হিসেবে স্বীকৃতি রাভ করেছেন তিনি।
জ্যোতি ২০০৯ সালে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে প্রথম জিপিএ ৫ প্রাপ্ত হয়ে শিক্ষার্থী হিসেবে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের একধাপ এগিয়ে নিয়ে যান।
এরপর ২০১১ সালে কলারোয়া সরকারি কলেজ থেকে তিনি এইচএসসিতে আশানুরুপ ফল করে ঢাকার স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এমএলএম পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
অবশেষে আইনজীবী তালিকাভুক্তির [এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষা শেষে ২৫ সেপ্টেম্বর ফল প্রকাশের মধ্য দিয়ে তিনি বিজ্ঞ জেলা আলাদতে আইনজীবী হিসেবে প্রাকটিস করার যোগ্যতা অর্জন করেন। আইনজীবি জান্নাতুল লায়লা জ্যোতির এই সাফল্যে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলসহ সকল শিক্ষক- কর্মচারী ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিগণ শুভেচ্ছান্তে অভিনন্দন জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *