দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
বুধবার(৪আগষ্ট) সভাপতি মনোনীত হওয়ায় ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীকে সরকারী কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শেখ মো.আলকামুন, বিএম শাখার বাংলা বিভাগের প্রভাষক আলতাফ হোসেন ও কম্পিউটার বিভাগের প্রদর্শক শাহিনুর রহমানসহ শিক্ষকবৃন্দ।
জানা যায়, গত ৩ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা সাক্ষরিত এক পত্রে নতুন এডহক কমিটির সভাপতিসহ অনান্য পদের অনুমোদন দেয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই চিঠিতে বলা হয়েছে- ‘কলেজ পরিচালনা কার্যক্রম
সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে এডহক কমিটি গঠন করা হলো।
এতে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি, রুহুল কুদ্দুসকে বিদ্যুৎসাহী সদস্য, সভাপতি কর্তৃক মনোনীত একজন সদস্য, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন সদস্য এবং অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।’ চিঠিতে আরো বলা হয়েছে- ‘এডহক কমিটির মেয়াদপত্র ইস্যুর তারিখ হতে অনুর্ধ ৬মাস।