দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার যুগিখালীতে প্রয়াত আওয়ামী লীগ নেতা আবুল বাশারের স্মৃতি চারণ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুগিখালী ইউনিয়ন আ’লীগের আয়োজনে বুধবার বিকাল ৫ টার দিকে যুগিখালী বাজার মোড়ে ওই স্মরণ সভ অনুষ্ঠিত হয়।

স্মৃতি চারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্যকালে তিনি যুগিখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রয়াত আবুল বাশারের সমাজসেবা মূলক বিভিন্ন কর্মময় জীবনের কথা তুলে ধরে সকলকে মানুষের পাশে থাকার আহবান জানান।

তিনি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রশংসা করে দেশ, জাতি ও সমাজ গড়ার কাজে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

যুগিখালী ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা আ’ লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, কমরেড মফিজুল ইসলাম জাহাঙ্গীর সহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগের সভাপতি, সাধারন সম্পাদক, জনপ্রতিনিধি ও সূধিবৃন্দ। সব শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন কারী তকব্বর হোসেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আ’লীগ নেতা ও যুগিখালী এ,বি পার্কের স্বত্বাধিকারী আবুল বাশার মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *