দীপক শেঠ কলারোয়া : আসন্ন কলারোয়ার যুগিখালী ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়টি স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে এখন নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয় হিসাবে পরিচয় লাভ করেছে। ঘোড়া প্রতিকের কার্যালয়টি নৌকা প্রতীকের কার্যালয় হিসাবে রবিবার(৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ১২ নং যুগিখালী ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রাথী হিসাবে ঘোড়া প্রতীক নিয়ে ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল বাশার সরকারিভাবে প্রতিদ্বন্দীতায় অবতীর্ন হয়েছিলেন।

স্থগিত ইউপি নির্বাচন অনুষ্ঠানের ঘোষনা হওয়ার পর থেকে হঠাৎ করে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তিনি নির্বাচনী প্রতিদ্বন্দীতা থেকে সরে যেয়ে আ’লী মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী রবিউল হাসানকে সমার্থন করেছেন।

এরই ফলে ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়টিতে এখন নৌকা প্রতীকের ব্যানার, পোষ্টার স্থান পেযেছে। ঘোড়া প্রতিকের সমার্থকদের উপস্থিতে যুগিখালী বাজারে ওই কার্যালয়টির উদ্বোধন করেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান রবিউল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মিজান সরদার, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মফিজুল ইসলাম, আব্দুল আজিজ, সাকিব হোসেন, রেজাউল ইসলাম, মিঠুসহ আ’লীগ, যুবলীগ নেতা- কর্মীবৃন্দ। সব শেষে নেতা-কর্মীদের উপস্থিতিতে অসুস্থ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল বাশারের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *