স্টাফ রিপোর্টার : কলারোয়ার রামভদ্রপুর দক্ষিন পাড়া জামে মসজিদ ও উত্তর পূর্বপাড়া জামে মসজিদ উন্নয়নে অর্থ সহায়তা দিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তার নিজস্ব কার্যালয় থেকে জেলা পরিষদ কতৃক বরাদ্দকৃত ৫০ হাজার টাকা করে দুটি মসজিদের জন্য এক লাখ টাকার অনুলিপি পত্র চন্দনপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. ডালিম হোসেন’র হাতে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সন্দীপ রায়, পৌর কৃষকলীগের আহবায়ক আবু রেজা প্রমুখ।