স্টাফ রিপোর্টার : কলারোয়ার শুভংকরকাটি পরামানিক পাড়া মাতৃ মন্দির উন্নয়নে সাতক্ষীরা জেলা পরিষদের বরাদ্ধের ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার রাত ৮টায় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কলরোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শুনীল সাহা, যুগ্মসম্পাদক সন্তশ পাল, কয়লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা, শুভংকরকাটি পরামানিক পাড়া মাতৃ মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় গোপাল সিংহ, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র সিংহ, উত্তম পাল, উত্তম ঘোষ, রাম লাল দত্ত প্রমুখ।
মতবিনিময় সভা শেষে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসন শুভংকরকাটি পরামানিক পাড়া মাতৃ মন্দির উন্নয়নে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে জেলা পরিষদের নগদ অর্থ হস্তান্তর করেন।