দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পরিত্যক্ত অবস্থায় বোমা আকৃতির সাদৃশ্য ২টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে হেলাতলা ইউনিয়নের শুভংকারকাটি গ্রামের ফুলতলা মোড়স্থ জাকিরের চায়ের দোকানের পার্শ্বে কচুবাগানে সাদা প্লাস্টিকের বালতির মধ্যে রঙ্গিন টেপ দিয়ে জড়ানো ২ টি বোমা আকৃতির সাদৃশ্য বস্তু দেখা যায়।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন থানা পুলিশকে জানালে থানার এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় রাখা বস্তু ২টি উদ্ধার করে থানায় জিডিমুলে জব্দ করেন।

থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির জানান, টেপ দিয়ে জড়ানো ২টি বস্তু উদ্ধারের পর থানায় জব্দ করা হয়েছে। জব্দকৃত বস্তু ২টি পরীক্ষার জন্য আইনগত ভাবে বিশেষজ্ঞ বরাবর হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে থানায় একটি জিডি (৪০৭,৯-৯-২১ইং) করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় বস্তু দুটি উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *