দীপক শেঠ,কলারোয়া: কলারোয়ায় সিংগা হাইস্কুল এসএসসি ব্যাচে’র আয়োজনে মহান বিজয় দিবস নক আউট ক্রিকেট টুর্নামেন্ট-২১’ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে সিংগা হাইস্কুলের এসএসসি-২২’ ব্যাচের দল চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিংগা হাইস্কুলের এসএসসি-২২’ একাদশ দল ও হুলহুলিয়া ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। প্রথমে এসএসসি-২২ একাদশ দল টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৭৯ রান সংগ্রহ করে।

জবাবে হুলহুলিয়া ক্রিকেট একাদশ নির্ধারিত ওভারে সবকটি ইউকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করায় ১৪ রানে এসএসসি-২২ ব্যাচ চ্যম্পিয়ন হয়। হুলহুলিয়া ক্রিকেট একাদশ দলকে রানার্স আপ হয়ে খুশি থাকতে হয়। ৪ দলীয় টুর্নামেন্টে অংশগ্রহনকারী অপর দু’টি দল সিংগা ক্রিকেট একাদশ ও বহুড়া ক্রিকেট একাদশ দল।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সিংগা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নক আউট টুর্নামেন্টের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক স্বপন সরকার, শিরিনা আক্তার,আব্দুস সালাম, বদরুজ্জামান বদরু, অফিস স্টাফ ইশারুল ইসলাম সহ অসংখ্য ক্রীড়া প্রেমী দর্শক বৃন্দ।

খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগ
নেতা সমাজ সেবক মন্জুরুল ইসলাম সোহাগ সহ অতিথিবৃন্দ। খেলাগুলি পরিচালনা করেন শিক্ষার্থী আল মামুন ও ফিরোজ হোসেন প্লাবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *