দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতকি মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
অমর একুশে ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ৮টায় সিংগা স্কুলে
নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
নিবেদন কার হয়। পরে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশাল
র্যালিটি সিংগা বাজার সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল
চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিতছিলেন সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুর সবুর, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আ: সালাম, স্বপন সরকার,
বদরুজ্জামান, অফিস স্টাফ সাহিদা খাতুন, ইশারুলসহ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে প্রয়াত স্কুল ছাত্রী আইরিন নাহার, প্রয়াত ছাত্র সাব্বির হোসেনসহ ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় আব্দুস সালাম।
এ দিকে, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মডেল মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানা যায়।