দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবা’র” দাফন টিমের কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন প্রকার সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক আমাদের সময়” এর প্রতিবেদক ও কলারোয়ার কৃতি সন্তান আরিফুজ্জামান মামুনের এই মহানুভবতায় দাফন টিমের সদস্যদের জন্য পিপিই, মাস্ক, হ্যান্ড প্লাভস, আই শিল্ড প্রেরণ করেছেন।
রবিবার(১৩ জুন) বেলা ১২ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে সুরক্ষা সামগ্রী গ্রহনকালে উপস্থিত ছিলেন,সেবা’র উপদেষ্টা অ্যাড. শেখ কামাল রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব, কলারোয়া প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক
সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সমাজসেবক রমজান আহমেদ, শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাসউদ পারভেজ মিলন, দাফন টিমের সদস্য সচিব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনসহ সদস্যবৃন্দ।
“সেবা”র পাশে থেকে আরও সহায়তার আশ্বাস প্রদান করায় বিশিষ্ট সাংবাদিক আরিফুজ্জামান মামুনকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।