দীপক শেঠ,কলারোয়া: কলারোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এলজিএসপি প্রকল্প-৩ এর অর্থায়নে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মনিরুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ, অভিভাবক ও উপকারভোগী শিক্ষার্থীবৃন্দ। সোনাবাড়িয়া ইউনিয়নের তালিকাভূক্ত ১০ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এই সাইকেল প্রদান করা হয়।
সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের এই মহৎ উদ্যোগকে অভিভাবকসহ সচেতন মহল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।