দীপক শেঠ, কলারোয়া: কলারোযার সোনাবাড়িয়ায় স্বপ্নচুড়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় ’আমার পাঠাগারে ’গণগ্রন্থাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে উত্তর সোনাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
সোনাবাড়িয়ার কৃতি সন্তান স্বপ্নচুড়া সংস্থার কর্মকর্তা ও জনতা ব্যাংকের অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, সাতক্ষীর সরকারী কলেজের অধ্যাপক হারুন অর রশিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বেনজির হোসেন হেলাল।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন
খুলনা মহানগর শাখার সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, ইউপি সদস্য আ’লীগ নেতা সাদ্দাম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজু আহমেদ সহ সূধিবৃন্দ।