দীপক শেঠ,কলারোয়া: কলারোয়ার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের ২ নং সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা আসন) সমভোট প্রাপ্ত প্রতিদ্বন্দী প্রার্থীগণের মধ্যে ৭
অক্টোবর পুন:ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর উপজেলার ৬নং সোনাবাড়িয়া ইউপি নির্বাচনে ৪,৫ ও ৬নং (সংরক্ষিত ২ নং ওয়ার্ড) নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে দুই প্রার্থী সমভোট প্রাপ্ত হওয়ায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২’র উপসচিব মো: আতিয়ার রহমান পুন:রায় ভোটগ্রহন সম্পন্ন করতে সিদ্ধান্ত প্রদান করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০১২.২১-৩৪
সংশ্লিষ্ট সাধারন ও সংরক্ষিত ওয়ার্ডের প্রতিদ্বন্দী প্রার্থীগণের মধ্যে আগামী ৭ আক্টোবর-২১’ তারিখে পুন:ভোট গ্রহন সম্পন্ন করার জন্য মাননীয়
নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহন করেছেন।
তিনি আরও জানান, আগামী ৭ অক্টোবর বৃহস্পতিবার পুন:ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।