নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে সরদার আমজাদ হোসেন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে স্কুলের হলরুমে সরকারি বিধি মোতাবেক গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সভাপতি নির্বাচন প্রক্রিয়ার সভাপতি উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস জানান, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়া শেষে সভাপতি নির্বাচনের জন্য নিয়মমাফিক
বোর্ডে নোটিশ দিয়ে স্কুল কতৃপক্ষ ও অভিভাবক সদস্যদেরকে বিষয়টি অবগত করানো হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার স্কুলে উপস্থিত শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির ৯ জন নির্বাচিত সদস্যদের মধ্যে সভাপতি নির্বাচনে গোপন ব্যালটে ৫ সদস্য ভোটাধিার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটে ৫ সদস্যই সরদার আমজাদ হোসেনকে সভাপতি হিসাবে নির্বাচিত করেন।
অপর ৪ সদস্য ভোটাধিকার প্রয়োগ না করে সভাস্থল ত্যাগ করেন। প্রয়োগকৃত ভোটে শতকরা শতভাগ ভোটার সরদার আমজাদ হোসেনকে নির্বাচিত করায় রেজুলেশনের মাধ্যমে ফলাফল লিপিবদ্ধ করা হয় ও ঘোষনা করা হয়।
তিনি আরও জানান, সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় ২জন প্রার্থী প্রতিদ্বিন্দীতার জন্য আবেদন জানান। অপর প্রতিদ্বন্দী প্রার্থী হলেন মুরারীকাটি গ্রামের আনোয়ার হোসেন সরদারের পুত্র আমিনুল ইসলাম লাল্টু।
ভোটের মাধ্যমে পুন:রায় নির্বাচিত সভাপতি সরদার আমজাদ হোসেন পূর্বের এডহক কমিটির সভাপতি নির্বাচিত ছিলেন বলে জানা যায়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে
স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে ও বিনা প্রতিদ্বন্দীতায় ৩ জন শিক্ষক প্রতিনিধি ও ৬ জন অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন শেষে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল সহ উপস্থিত সকল অভিভাবক ও এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেন।