স্টাফ রিপোর্টার : কলারোয়ার হেলাতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৫ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খলসী যুব সমাজের আয়োজনে শুক্রবার (১১ মার্চ) সন্ধা থেকে হেলাতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
হেলাতলা আইডিয়াল স্যা. বি’র সহকারি শিক্ষক এনতাজ আলীর সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ও ঢাকা কোরআর রিসার্চ ফাউন্ডেশনের সদস্য মাও. মোস্তফা মাহবুবুল আলম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। বিশেষ বক্তা হিসেবে তাফসীর পেশ করেন মাও. রবিউল ইসলাম আশাশুনি, হেলাতলা বাজার জামে মসজিদের খতিব মাও. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলীম, হেলাতলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আমিরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাও. মশিউর রহমান।