1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
August 2, 2021, 1:05 am
Title :
সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় আগস্টের প্রথম দিনে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসকদের কালো ব্যাজ পরালেন জেলা আ’লীগ নেতৃবৃন্দ কলারোয়ায় সেবা’ সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার সেট, মাস্ক ও গ্লাভস প্রদান কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কয়েকজনকে আর্থিক জরিমানা বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালনে কলারোয়ায় আ’লীগের প্রস্তুতি সভা পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে মারপিট : মামলা তুলে নিতে খুন জখমের হুমকি আশাশুনিতে উন্মুক্ত খালে নেট পাটা দেওয়াসহ বেহুন্দী জাল পেতে মাছ ধরার অপরাধে মোবাইল কোর্টে ৩জন জরিমানা আশাশুনির মরিচ্চাপ বেইলী ব্রীজের পাতে আবারও ভাঙ্গন জন দুর্ভোগ চরমে অসময়ের ফসল হলুদ তরমুজ চাষে আগ্রহী হচ্ছে সাতক্ষীরার কৃষকরা

কলারোয়ার ১০ ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ

  • আপডেট সময় Thursday, March 25, 2021

দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর পদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিকভাবে সকল প্রার্থী নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার- প্রচারণা শুরু করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান,‘১০ টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতায় থাকা চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত ওয়ার্ড’র মহিলা সদস্য পদে ১২৩ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৮৬ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি জানান চেয়ারম্যান পদপ্রার্থীদের কে-কি প্রতীক ‘পেয়েছেন, ১নং জয়নগর ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে, আওয়ামীলীগ মনোনীত শামছুদ্দীন আল মাসুদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী ছিদ্দিকুর রহমান চশমা, জয়দেব কুমার সাহা আনারস, বিশাখা সাহা অটোরিকশা ও আব্দুল আজিজ মোটরসাইকেল, ২নং জালালাবাদ ইউনিয়নে ৩ জন প্রার্থীর মধ্যে আ.লীগের অধ্যাপক আমজাদ হোসেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী মাহাফুজুর রহমান আনারস ও আবুল কালাম আজাদ চশমা,

৩ নং কয়লা ইউনিয়নে ৩ জন- আওয়ামীলীগের আসাদুল ইসলাম নৌকা, স্বতন্ত্র প্রার্থী মো.রফিক আনারস ও শেখ সোহেল রানা মোটরসাইকেল, ৪ নং লাঙ্গলাঝাড়া ইউনিয়নে ২জন- আওয়ামীলীগের আবুল কালাম নৌকা ও স্বতন্ত্র নুরুল ইসলাম আনারস, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নে ৩ জন- আওয়ামীলীগের ভূট্টোলাল গাইন নৌকা, স্বতন্ত্র প্রার্থী মারুফ হোসেন মোটরসাইকেল ও এসএম আফজাল হোসেন হাবিল আনারস, ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়নে ৪ জন- আওয়ামীলীগের বেনজির হোসেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী এসএম শহিদুল ইসলাম মোটরসাইকেল, মো.আকবর আলী আনারস ও আলমগীর

আজাদ চশমা, ৭নং চন্দনপুর ইউনিয়নে ৩জন- আওয়ামী লীগের মনিরুল ইসলাম নৌকা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ মোটরসাইকেল ও ডালিম হোসেন আনারস, ৯ নং হেলাতলা ইউনিয়নে ৫জন- আওয়ামীলীগের আনছার আলী সরদার নৌকা, স্বতন্ত্র প্রার্থী আবু তালেব সরদার চশমা, মাজেদ বিশ্বাস আনারস, ইকবাল হোসেন ঘোড়া ও মোয়াজ্জেম হোসেন মোটরসাইকেল, ১১ নং দেয়াড়া ইউনিয়নে ৬ জন- আওয়ামী লীগের মাহবুবুর রহমান নৌকা, স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম হোসেন মোটরসাইকেল, মিনাজ উদ্দিন আনারস, আবু বককার সিদ্দীক টেলিফোন, নাজমা পারভীন টেবিল ফ্যান ও আব্দুল মান্নান চশমা, ১২ নং যুগিখালী ইউনিয়নে ৪ জন- আওয়ামীলীগের রবিউল হাসান নৌকা, স্বতন্ত্র প্রার্থী এরশাদ আলী আনারস, আবুল বাশার ঘোড়া ও ওজিয়ার রহমান চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার অনুমতি লাভ করেছেন।

এ ছাড়া ১০ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৮৬ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা যায়। এ দিকে ১২ নং যুগিখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর পদে মফিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন বলে জানা গেছে। আগামী ১১ এপ্রিল ১০ ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews