স্টাফ রিপোর্টার : কলারোয়ার ৩ নং কয়লা ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কয়লা ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বৃহস্পতিবার সন্ধায় কয়লা বাজার আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষক নেতা বাবু প্রনব ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আতিয়ার রহমান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও ইউরেকা ফিলিং স্টেশনের সত্বাধিকারী বিশিস্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়লা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদ, কলারোয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক আমানউল্লাহ মোড়ল, সদস্য সচিব সন্দীপ রায়, কলারোয়া পৌর কৃষকলেগের আহবায়ক আবু সাঈদ রেজা।

আলোচনা সভা শেষে মশিউর রহমানকে আহবায়ক, আব্দুল মাজেদ সানা কে যুগ্ম আহবায়ক ও প্রশান্ত মন্ডলকে সদস্য সচিব মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কয়লা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *