দীপক শেঠ, কলারোয়া : আসন্ন ইউপি নির্বাচনে কলারোয়ার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৫ সেপ্টেম্বর) বিকালে সরকারী প্রাথমকি বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
ইউনিয়ন ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ’লীগের সাংহঠনকি সম্পাদক তরুন নেতা বেনজির হোসেন হেলাল।
খুলনা বিভাগীয় সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালামের পরিচালনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাছুম, ইউনিয়ন আ’লীগ নেতা হাসেম আলী, রুহুল কুদ্দুছ, আজিজুর
রহমান জুলু,আবুল কাশেম ইউনিয়ন যুবলীহ নেতা মোমিন হোসেন, আজাদ আলীসহ অসংখ্য কর্মা-সমার্থকবৃন্দ।
সভায় প্রধান অতিথি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সোনাবাড়িয়া ইউপি নির্বাচনে ’জননেত্রী শেখ হাসিনার মনোনীত’ নৌকা প্রতীকের প্রার্থী উদীয়মান তরুন আ’লীগ নেতা বেনজির হোসেন হেলালকে বিপুল ভোটে জয়ী করার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।