দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায়ায় স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিববর্ষ
উপলক্ষ্যে টি-২০’ ক্রিকেট টুর্নামেন্ট থানা প্রশাসন একাদশ চ্যাম্পিয়ন
হয়েছে। রানার্স আপ হয়েছে স্বাগতিক উপজেলা পরিষদ একাদশ।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার (১২ মার্চ) বেলা ৩ টার দিকে সরকারি পাইলট হাইস্কুল মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন একাদশ ফাইনালে মুখোমুখি হয়।
থানা প্রশাসন টসে জয়লাভ করে ব্যাটিং করতে নেমে ১৮ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে।
জবাবে উপজেলা প্রশাসন একাদশ নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫১ রান করতে সক্ষম হয়। ফলে থানা প্রশাসন একাদশ ২৭ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা প্রশাসন একাদশ রানার আপ হওয়ার যৌগ্যতা অর্জন করে।
ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন থানার পুলিশ সদস্য সাব্বির ও ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন উপজেলা প্রশাসনের আসাদ।
এই টুর্নামেন্টে অর্ধশতক রান করে খেলোয়াড় হিসাবে নৈপুন্যতা দেখিয়েছেন ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী, আবু তাহের, সুব্রত, মোঃ রিয়াদ ও মোঃ আসাদ। সেরা ফিল্ডার হয়েছেন রানার্স আপ দলের মাস্টার মাসউদ পারভেজ মিলন।
খেলাটি পরিচালনা করেন মিয়া ফারুক হোসেন স্বপন, সাজু হালদার, মিজানুর রহমান। স্কোরার তপু ও সাইফ। ধারাভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও
উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) চ্যাম্পিয়ন দলের
অধিনায়ক মীর আসাদুজ্জামান, রানার্স আপ দলের অধিনায়ক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, চ্যাম্পিয়ন
একাদশের সহ. অধিনায়ক থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, হাসপাতলের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা,
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আ: রব, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ’লীগ
নেতা বেনজির হোসেন হেলাল, ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাবু, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব,প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক আরিফ মাহমুদ, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সংগঠক মিলন হোসেন সহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।