দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইস সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমানের সহধর্মিনী মমতা হেনা(৬০)’র মৃত্যুতে স্কুলের শিক্ষক- কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তা জ্ঞাপন করেন, সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওঃ আয়ুব হোসেন, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আব্দুর রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসিরন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, বদরুজ্জামান, অভিভাবক নুরুল আমিন, কর্মচারি সাহিদা খাতুন, ইশারুল ইসলামসহ শুভাকাঙ্খীবৃন্দ।
উল্লেখ্য, প্রাক্তন প্রধান শিক্ষক লুৎফর রহমানের সহধর্মিনী মমতা হেনা দীর্ঘদিন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার(১৯ আগষ্ট) বেলা আড়াইটার দিকে ইন্তেকাল(ইন্না…রাজেউন) করেন।
মৃত্যকালে তিনি, স্বামী, ২ পুত্র সন্তান, নাতি- নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের নিজ বাড়িতে মরহুমার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।