দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড
এ্যান্টিজেন কিটস দিয়ে ১৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ ও ১১ জনের নেগেটিভ শনাক্ত হয়েছে।
আবারো ৩ ব্যক্তির করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫০ (অর্দ্ধশত)। হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) হাসপাতালে
নমুনা পরীক্ষায় আবারো ১৪ জনের মধ্যে ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
শনাক্তের হার শতকরা ২১ ভাগ। পজিটিভ শনাক্ত ব্যক্তিরা হলেন,
কুশোডাঙ্গা গ্রামের রেখা রানী বিশ্বাস (৪৫), মনিরামপুরের উত্তম কুমার
(৩৭) ও পাঁচপোতা গ্রামের পিন্টু(৩২)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে সকলকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
উল্লেখ্য, ইতোমধ্যে করোনা পজিটিভ শনাক্ত ব্যক্তিদের মধ্যে অনেকেইে চিকিৎসা সেবা শেষে নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে জানা যায়।