কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব খাইবার হোসেন (৭৫) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
রবিবার (৬জুন) সকাল ১১টার দিকে সাতক্ষীরার সি.বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না …রাজিউন)। গত ৪ দিন তিনি হাসপাতালে করোনার সাথে লড়াই করে মৃত্যুর কাছে পরাজিত হলেন।
তিনি উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের বাসিন্দা ও একই
গ্রামের কিসমত- ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান
শিক্ষক। তিনি দীর্ঘদিন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব
পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন আছর বাদ জানাজা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
এদিকে, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব খাইবার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।