দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশসন দিবস ২১’ পালিত ও সিপিপি’র ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দূর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি এক সাথে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাল- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুর কবির, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিউল হক, সমাজ সেবা অফিসার নূরুল ইসলাম নাহিদ, মাধ্যমিক শিক্ষা অর্ফিসার আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আব্দুল ওহাব বিশ্বাস, লিডার ওবায়দুল্যাহ, সহকারী মাধ্যমিক শিক্সণা অফিসার হারুন অর রশিদ, সহকারী প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তেরর কর্মকর্তা, সাংবাদিক ও সূধিবৃন্ধ।
বক্তারা, জলবায়ু পরিবর্তনের কারনে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়,সেটি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহনে সকলকে আহবান জানান। সবশেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নির্বাপকসহ বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক মহড়া প্রদর্শন করেন।