দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় নতুন করে ১১জন নারীসহ ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (২৭ জুন) করোনার নমুনা পরীক্ষার পর তাদের পজেটিভ রিপোর্ট
জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। ‘এদিন কলারোয়া হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১২জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষায়
কলারোয়ার ৩ জনের করোনা করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

অপরদিকে, যশোর ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স দেয়া নমুনা পরীক্ষায় পিসিআর টেস্টে
কলারোয়ার আরো এক মহিলার করোনা শনাক্ত হয়েছে। ’

এদিন করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন, র‌্যাপিড এন্টিজেন কিটসে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামের নাহার (৪৫), কুশোডাঙ্গা গ্রামের সুইটি (১৫), কয়লা
ইউনিয়নের কয়লা গ্রামের শরিফুল ইসলাম (২৬), জয়নগর ইউনিয়নের মানিকনগর
গ্রামের সুফিয়া (৫০), ইসমাম (২৬) ও ইশিতা (২২), ঝাউডাঙ্গার ওয়ারিয়া গ্রামের রঞ্জিতা (৬৯), সোনাবাড়িয়া ইউনিয়নের সোনাবাড়িয়া গ্রামের আছিয়া (৬৫), একই গ্রামের শিরিনা (৫৪), রোকেয়া খাতুন (৫০), আনোয়ারা (৫২) ও আব্দুল হাকিম (৪২), পিসিআর টেস্টে জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের আব্দুর রহিম (৫৫), কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ফিরোজা (৫০) ও একই গ্রামের রেক্সোনা খাতুন (৩১) এবং ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়া কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামের রতনা (৩৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *