দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষায় ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার কমলেও প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তেই আছে। শতকরা শনাক্তের হার-১৪ ভাগ।
রবিবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
করোনা শনাক্তকারী ব্যক্তিরা হলেন, উপজেলার সোনাবাড়িয়ার সিরাজুল ইসলামের পুত্র সাঈদ মোড়ল (৩৮), বোয়ালিয়ার শাপলা (২৩) ও বামনালীর খাদিজা (১৭)। আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লকডাউন করা হয়েছে বলে জানা যায়।