দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় আবারও ৮ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন । এরমধ্যে নারী হলেন ৬ জন। রবিবার (২০ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ শনাক্তকারী ব্যক্তিরা হলেন, ঝিকরগাছার হলদিপোতা গ্রামের জাহানারা খাতুন(৫৯), কলারোয়ার সোনাবাড়িয়ার রামকৃষ্ণপুর গ্রামের জোহরা খাতুন (৩৬), পৌর সদরের তুলশিডাঙ্গায় আনজুমান আরা বেগম(৪০), শার্শার কোটা গ্রামের আকলিমা খাতুন (৭০), লাঙ্গলঝাড়ার জাকির হোসেন(৩৬), শার্শার বসতপুররে আনোয়ারা (৩৫), সাব- রেজিষ্টার অফিসের মনজুরুল হোসেন (৩২) ও একই অফিসের কার্নিস ফারজানা(২৭)।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী জানান, করোনা পজিটিভি শনাক্ত ব্যক্তিদের বাড়িতে স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের মাধ্যমে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে।
তিনি সকলকে চলমান লকডাউন বাস্তবায়নের সাথে সাথে মাক্স ব্যবহার, সামাজিক দূরত্ব বজায়সহ স্বাস্থ্যবিধি মেনে নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখার আহবান জানান।
—