দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় দুই দিনে আবারও ৭ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (৪ আগস্ট) উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ১৪ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের
করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের শতকরা হার – ৩৬ ভাগ।

হাসপাতাল’র তথ্য  মতে জানা যায়, আক্রান্ত ব্যক্তিরা হলেন- উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রাামের সুমাইয়া ইয়াসমিন (২৭), একই গ্রামের শাহের বানু (৪৫), হেলাতলা ইউনিয়নের কোটাবাড়ি গ্রামের বিপ্লব (৩০), একই গ্রামের আয়েশা (২১) ও জালালাবাদ ইউনিয়নের বুইতা গ্রামের আনিছুর রহমান (২৮)।

এ দিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার(৩ আগষ্ট) র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৬ জনের নমুনা পরীক্ষায় ২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা-৩৩ ভাগ। করোন পজিটিভ ব্যক্তিদ্বয় হলেন- পৌরসভার ঝিকরা গ্রামের লিটন হোসেন(২৭) ও একই গ্রামের লিলি আহমদে(২৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *