দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া হাসপাতালে নতুন করে ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সোমবার (২১ জুন) স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ওই পরীক্ষা করা হয়। তাতে ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা পজিটিভ শনাক্ত ৪ নারীসহ ৮ ব্যক্তিরা হলেন দেয়াড়ার লুতফুন নেছা(৮৫), মুরারীকাটির আছিয়া বেগম(৩৬), একই গ্রামের ফরিদ হোসেন(৬৫), ঝাপাঘাটের আজিজুল ইসলাম(৫৮), একই গ্রামের লাইলী (৪৮), কয়লার আমজাদ হোসেন (৫৬), তুলশিডাঙ্গার মিসেস লিনা (৪৫), একই গ্রামের ইনছান আলী(৫০)।
এ দিকে, স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষা শেষে করোনায় আক্রান্ত অনেকের নেগেটিভ শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।